ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ভার্চ্যুয়ালি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
খাগড়াছড়িতে ভার্চ্যুয়ালি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

খাগড়াছড়ি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) খাগড়াছড়িতে জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকেলে ভার্চ্যুয়ালি খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

এদিকে সকালে জনসভার মাঠ পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র নির্মলেন্দু চৌধুরীসহ অন্যান্য নেতারা। জনসভার মাঠে প্যান্ডেল তৈরি, সাংস্কৃতিক পরিবেশনার প্রস্তুতি পরিদর্শন করেছেন তারা।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু জানান, এ জনসভাকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। আমরা জনসভায় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনার অপেক্ষায় আছি। প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা মোতাবেক আমরা কাজ চালিয়ে যাব।

জনসভায় ১৫ থেকে ২০ হাজার লোক সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী।

প্রধানমন্ত্রী এদিন খাগড়াছড়িসহ পাঁচটি জেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।  

আসন্ন নির্বাচনে ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।