ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ব্যারিস্টার মোহাম্মদ গোলাম হাফিজ মারা গেছেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, ডিসেম্বর ২৩, ২০২৩
ব্যারিস্টার মোহাম্মদ গোলাম হাফিজ মারা গেছেন

ঢাকা: সিনিয়র সলিসিটর ব্যারিস্টার মোহাম্মদ গোলাম হাফিজ মারা গেছেন।

গত ১৬ ডিসেম্বর (শনিবার) লন্ডনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তার বয়স হয়ে ছিল ৮২ বছর।

ব্যারিস্টার মোহাম্মদ গোলাম হাফিজ স্ত্রী, তিন সন্তান ও এক নাতি রেখে গেছেন। ২২ ডিসেম্বর (শুক্রবার) লন্ডনের টুটিং কবরস্থানে হাফিজের জানাজা অনুষ্ঠিত হয়।

সারা বিশ্বে ছড়িয়ে থাকা তার পরিবার-পরিজন বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছে।

এজ্জাতুল্লাহ ফরাজী ও সুবরণ নেসার কোল আলোকিত করে ১৯৪১ সালে নড়াইলের কালিয়ার পীরওয়ালীতে জন্মগ্রহণ করেন হাফিজ। ১৯৭০ সালের নভেম্বর মাসে তিনি লন্ডনের ইনার টেম্পলে আইনচর্চার উদ্দেশে বারের ডাক পান।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।