ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে অতিথি ১৩-১৪শ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে অতিথি ১৩-১৪শ

ঢাকা: ঐতিহ্যগতভাবেই মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বঙ্গভবনে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়ে থাকে।

আগামী ১১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।  

শপথ অনুষ্ঠানে আমন্ত্রিতদের বিষয়ে জানাতে চাইলে তিনি বলেন, মন্ত্রিসভা যখন শপথ নেয়, আমন্ত্রিতদের প্রায় ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ জনের তালিকা থাকে। আমরা তাদের শপথে আমন্ত্রণ জানাই।  

মন্ত্রীদের স্ত্রীরা আমন্ত্রণ পাবেন কি না- এ বিষয়ে তিনি বলেন, আমাদের একটি তালিকা করা আছে। আমি ঠিক মনে করতে পারছি না, মন্ত্রীদের স্ত্রীদের নামের তালিকা আছে কি না।

তবে নতুন মন্ত্রিসভায় কারা আসছেন বা কতজন শপথ নেবেন তা এখনো জানাননি মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিসভার একটি সূত্র জানিয়েছে, বুধবার (১০ জানুয়ারি) সংসদ সদস্যরা শপথ নেবেন। এরপর তাদের মধ্য থেকে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। প্রথমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ নেবেন। এরপর তাদের দপ্তর বণ্টন করা হবে।

৭ জানুয়ারি সারাদেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তালিকা অনুয়ায়ী, নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। নির্বাচনে জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে নির্বাচিত হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।