ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় পৌষ উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
নওগাঁয় পৌষ উৎসব

নওগাঁ: নওগাঁয় পৌষ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে মুক্তির মোড়ে অফিসার্স ক্লাব চত্বরে নওগাঁ ঐকতান সংগীত ও সংস্কৃতি সৃজন সংগঠন এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

 

শুক্রবার বিকেলে সংগঠনের সভাপতি বিশিষ্ট সংগীত শিল্পী মো. মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, নওগাঁ জেলা সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি ও রানীনগর শেরে বাংলা কলেজের সাবেক অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খান পথিক।  

পরে ঐকতান সংগীত ও সংস্কৃতি সৃজন সংগঠনসহ বিভিন্ন সংগীত সংগঠনের শিল্পী কলা কুশলীরা সংগীতানুষ্ঠান পরিবেশন করেন।  

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।