ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় শওকত হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার কুন্দপুকুর হাজিপাড়া ক্যানেল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শওকত ওই গ্রামের আকবর আলীর ছেলে।  

জানা গেছে, দুপুরে বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নিয়ে যাচ্ছিলেন শওকত। এ সময় পেছন দিক থেকে ক্যানেলের কাজে ব্যবহৃত ভেপু গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, এ ঘটনায় ভেপু জব্দসহ চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।