ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে নির্বাচনী সহিংসতা-হত্যাকাণ্ডে গ্রেপ্তার ১৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
কক্সবাজারে নির্বাচনী সহিংসতা-হত্যাকাণ্ডে গ্রেপ্তার ১৪

ঢাকা: কক্সবাজারের চকরিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় মোহাম্মদ হোসেন নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। এদের মধ্যে ঘটনার মূল পরিকল্পনাকারী ও গুলিবর্ষণকারীও রয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, চকরিয়ার সাহারবিল এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতায় মোহাম্মদ হোসেন নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় মূল পরিকল্পনাকারী ও গুলিবর্ষণকারীসহ এজহারনামীয় ও হত্যাকাণ্ডে জড়িত ১৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
পিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।