ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডুবে যাওয়া ফেরি থেকে আরেকটি ট্রাক উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
ডুবে যাওয়া ফেরি থেকে আরেকটি ট্রাক উদ্ধার 

মানিকগঞ্জ: নোঙর করা অবস্থায় পদ্মা নদীতে ডুবে যায় রজনীগন্ধা নামের ইউটিলিটি ফেরি। ডুবে যাওয়া ফেরিতে নয়টি পণ্য বোঝাই ট্রাকের মধ্যে চতুর্থতম ট্রাক উদ্ধার করা হয়েছে।

 

রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ওই ডুবে যাওয়া (চুয়াডাঙ্গা ঠ, ১১-০৭৮০) নম্বরের ট্রাক উদ্ধার করা হয়েছে।  

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ফায়ার সার্ভিসসহ নৌবাহিনী, বিআইডব্লিউটিএর ডুবুরি দলের সদস্যরা ফেরি ও যানবাহনসহ নিখোঁজ হুমায়ুন কবীরকে উদ্ধারের সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। রোববার দুপুরের দিকে আরও একটি বড় জাহাজ ঝিনাই-১ আসার কথা রয়েছে। জাহাজটি এলে মূল উদ্ধার কাজে আমরা যেতে পারবো।

উল্লেখ্য, গত বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে নোঙর করা অবস্থায় পদ্মা নদীতে নয়টি যানবাহন নিয়ে ডুবে যায় ইউটিলিটি ফেরি রজনীগন্ধা। ডুবে যাওয়া ফেরি থেকে ২০ জনকে জীবিত উদ্ধার করা হলেও ফেরির সহকারী মাস্টার হুমায়ুন কবীর এখনো নিখোঁজ রয়েছেন। তিন দফায় তিনটি উদ্ধারকারী জাহাজ হামজা, রুস্তম, প্রত্যয় এসেও ফেরি তুলতে পারছে না।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।