ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

ফুলতলায় পতিত জমিতে সরিষা চাষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
ফুলতলায় পতিত জমিতে সরিষা চাষ

খুলনা: স্বল্প সময়ে খরচ কম, লাভ বেশি হওয়ায় পতিত জমিতে সরিষা আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় এ বছর সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের কোথাও যেন এক ইঞ্চি জমি পড়ে না থাকে এ লক্ষ্যে কাজ করছে খুলনার ফুলতলা উপজেলা কৃষি বিভাগ। এরই ধারাবাহিকতায় উপজেলায় কৃষি বিভাগের উদ্যোগে চাষের আওতায় আনা হচ্ছে পতিত জমি। ঘেরের পাড়ে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জুট মিল, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে অনাবাদি পতিত জমিতে যথেষ্ট করে ব্যবহার করায় উপজেলাতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে সরিষা আবাদে। প্রান্তিক কৃষকদের দেওয়া হয়েছে সরকারি সব প্রকার সুযোগ-সুবিধা।

উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, আমাদের ২০০ হেক্টর টার্গেট ছিল তেল জাতীয় ফসলের। কিন্তু আমরা ৩৫ হেক্টরের বেশি আবাদ করেছি।

তিনি আরও বলেন, উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের মশিয়ালী (৩ নম্বর) ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালমা সুলতানা কৃষি অফিস থেকে প্রণোদনা, ফলোআপ, বীজ, সারসহ হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে মশিয়ালী ব্লকের ২৪ হেক্টরের মধ্যে ২১ হেক্টর জায়গা ব্যবহার করা হয়েছে। এছাড়া অনাবাদি পতিত জায়গাতে কৃষি অফিসের সহযোগিতার মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে বস্তা পদ্ধতিতে আদা চাষ করে তিনি সাফল্য দেখিয়েছেন। তেলের আবাদ বাড়ানোর জন্য সরিষা, বিভিন্ন ফল বাগান, ঘেড়ের পাড়ে ব্যাপক আকারে সরিষা আবাদ করে নজর কেড়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ইতোমধ্যে উপজেলার প্রতিটি ব্লকের পতিত জমি চাষের আওতায় আনা হয়েছে। সাময়িক পতিত জমিতে আবাদের জন্য কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা করা হচ্ছে। এজন্য মাঠ পর্যায়ে জোরদার কার্যক্রম শুরু করা হয়েছে। সরকারিভাবে বীজ ও সার সহায়তাও দেওয়া হচ্ছে।

জানা যায়, কোথাও যাতে এক ইঞ্চি জমি অনাবাদি না থাকে তার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৪
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।