ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় বাসচাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
আখাউড়ায় বাসচাপায় নারী নিহত প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাসচাপায় লাকী বেগম (৫০) এক নারী নিহত হয়েছেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এর আগে এদিন দুপুর সাড়ে ১২টার দিকে আখাউড়া-আগরতলা বাইপাস সড়কে বাসচাপায় গুরুতর আহত হন তিনি।  

নিহত লাকী কিশোরগঞ্জের ইটনা উপজেলার আব্দুল কাদের মিয়ার স্ত্রী। তারা অস্থায়ীভাবে আখাউড়া খরমপুর মাজারে বসবাস করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লাকী তার ছেলেকে নিয়ে খরমপুর ও আশেপাশের এলাকায় ভিক্ষা করতেন। আজকেও ভিক্ষা করতে বাইপাস এলাকায় যান। এ সময় সুলতানপুর থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাস আখাউড়া অভিমুখী বাইপাস এলাকায় লাকীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।