বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ মারুফ হোসেন (৩৭) নামে এক সন্ত্রাসীকেগ্রেপ্তার করেছে যশোর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। তার নামে সাতটি মামলা রয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন বারোপুতার কৃষ্ণপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মারুফ বেনাপোল পোর্ট থানাধীন মহিষাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কৃষ্ণপুর গ্রামে অস্ত্রসহ এক সন্ত্রাসী অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মারুফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, মারুফের নামে ছয়টি মাদক ও অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। এ ঘটনায় তার নামে অস্ত্র আইনে আরও একটি মামলা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
এসআই