ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত, গুরুতর আহত বাবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত, গুরুতর আহত বাবা

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে ড্রাম ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা।

 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার লাহিনী-সান্দিয়ারা সড়কের বাঁধবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার রহমত আলীর সহধর্মিণী মোছা. ছালমা খাতুন (৪০) ও ছেলে স্মরণ (১২)।  

গুরুতর আহতাবস্থায় রহমত আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।  

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, দাওয়াত খেয়ে স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলে শহর থেকে কুমারখালী উপজেলার পাইকপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন সেনা সদস্য রহমত আলী। বাঁধবাজার এলাকায় পৌঁছালে একটি ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কায় সহধর্মিণী মোছা. ছালমা খাতুন ও সন্তান স্মরণ ঘটনাস্থলেই মারা যান।  

গুরুতর আহত রহমত আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।  

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রহমত আলী নামে একজনকে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।