ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

ডিসি সম্মেলন ৩-৬ মার্চ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৬, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
ডিসি সম্মেলন ৩-৬ মার্চ

ঢাকা: মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জেলা প্রশাসকদের (ডিসি) নিয়ে চার দিনব্যাপী সম্মেলন আগামী ৩ মার্চ শুরু হয়ে চলবে ৬ মার্চ পর্যন্ত।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বরাবরের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসি সম্মেলন উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে উদ্বোধন হলেও অন্যান্য অধিবেশনগুলো বাংলাদেশ সচিবালয়ের পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য প্রতিবছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।

ডিসি সম্মেলনে সরকারপ্রধান ছাড়াও মন্ত্রী-সচিবদের কাছ থেকে বিভিন্ন দিক-নির্দেশনা পেয়েছেন জেলা পর্যায়ে মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ডিসিরা।  

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।