দিনাজপুরের হিলিতে বাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আবির হোসেন জয়(৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলা বিরামপুর-হিলি আঞ্চলিক সড়কের সাতকুড়ি বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবির হোসেন জয় সাতকুড়ি এলাকার মেহেবুব ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে হিলি বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল আবির হোসেন। পথে বিরামপুর থেকে একটি ট্রাক মোটরসাইকেলটি ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন তিনি। পরে সেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান আবির।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় আবির হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা,ফেব্রুয়ারি ২২,২০২৪
এমএম