বায়ান্নের ভাষা আন্দোলন থেকে একাত্তর হয়ে জুলাই গণঅভ্যুত্থান, বিপ্লবী এ পথপরিক্রমায় যার কবিতা মুক্তিকামী গণমানুষকে পথনির্দেশ করেছে, তিনি কবি আল মাহমুদ। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকায় অমরতার পথে হারিয়ে যান তিনি।
দ্রোহ, প্রেম, প্রকৃতি ও প্রার্থনার কবি আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কালের কলসের আয়োজনে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘বিপ্লব বসন্তে আল মাহমুদ’ শীর্ষক স্মরণ ও আবৃত্তি অনুষ্ঠান।
সংস্কৃতি উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে থাকবেন বলে জানিয়েছেন আল মাহমুদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং কালের কলস সম্পাদক লেখক ও সাংবাদিক আবিদ আজম।
কবি আব্দুল হাই শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। অনুষ্ঠানে আলোচনা ও স্মৃতিচারণ করবেন ড. মাহবুব হাসান, জাতীয় কবিতা পরিষদের যুগ্ম সম্পাদক কবি শাহীন রেজা, জাকির আবু জাফর, বাংলা একাডেমির মহাপরিচালক ড.মোহাম্মদ আজমসহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন নাসিম আহমেদ, শায়লা আহমেদ, কামরুল হাসান জুয়েল, মনিরুজ্জামান পলাশ, কবি ও আবৃত্তিশিল্পী শাকিল মাহমুদ, আবৃত্তিশিল্পী ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা জান্নাতুন নাঈম প্রমী, মেজবাহ লগ্ন, এম. তারেক হাসিবসহ আরও অনেকে।
তবে রাষ্ট্রীয়ভাবে কবির প্রয়াণ দিবস পালন না করায় ক্ষোভ জানিয়ে আবিদ আজম গণমাধ্যমকে বলেন, বিগত স্বৈরাচারী সময়ে আল মাহমুদকে তুমুল অবজ্ঞা ও উপেক্ষা করা হয়েছে। জুলাই বিপ্লবে আল মাহমুদের অনেক কবিতা ছাত্র-জনতাকে দারুণভাবে উদ্বুব্ধ করেছে। তিনি বাংলা ভাষার ফসলি জমিনকে জাদুকরী দক্ষতায় উর্বর করে গেছেন। উচিৎ ছিল রাষ্ট্রীয়ভাবে তাকে স্মরণ করা। অবিলম্বে কবির লেখনি পাঠ্যপুস্তকে পুনর্বহালসহ কবির সাহিত্য গবেষণায় কবি আল মাহমুদ ইনিস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে বলে দাবি জানান তিনি।
এর আগে আল মাহমুদ স্মরণে ব্রাক্ষণবাড়িয়ায় তিন দিনব্যাপী স্মরণোৎসবের আয়োজন করে কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ। ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি কবির স্মৃতি বিজড়িত নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এমজে