মৌলভীবাজার: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অগ্নিকাণ্ড ঘটেছে। সাড়ে ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন বনকর্মী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের হিড বাংলাদেশ সীমানায় এই ঘটনা ঘটে। বনের বাঁশঝাড় ও শুকনো ডালপালা পুড়ে যায়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেসরকারি সংস্থা হিড বাংলাদেশের পশ্চিমের টিলাভূমিতে দুপুরে আগুনের সূত্রপাত হয়। পরে লাউয়াছড়া বনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে হিড বাংলাদেশের টিলাভূমি ও লাউয়াছড়া বনের প্রায় দুই একর জায়গা পুড়ে যায়। পরে এলাকাবাসী, বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বন বিভাগের একটি সূত্র জানায়, বনে এই সময়ে এমনি এমনি আগুন লাগার কথা না। কেউ ইচ্ছাকৃত বনে আগুন লাগিয়েছে। এই আগুনে বনের গাছগাছালি, লতাপাতা ও বাঁশঝাড় পুড়ে গেছে। প্রাণীদের আবাসস্থল ধ্বংস হয়েছে। প্রাণী মারা যাওয়ারও শঙ্কা রয়েছে।
কমলগঞ্জে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ১টার দিকে আগুন লাগার পর প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নেভান ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আমরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, প্রথমে হিড বাংলাদেশের জায়গায় আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে লাউয়াছড়া বনের প্রায় এক একর জায়গার শুকনো বাঁশ পুড়ে যায়। খবর পেয়ে আমাদের বনকর্মীরা সেখানে গিয়ে ফায়ার সার্ভিসকর্মীদের সঙ্গে যোগ দেয়। তারা যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কীভাবে আগুন লেগেছে, এটা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুনের থেকে এর সূত্রপাত হতে পারে বলে জানান এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
বিবিবি/এমএম