ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নৌবাহিনী প্রধানের সঙ্গে ভারতীয় বিমান বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
নৌবাহিনী প্রধানের সঙ্গে ভারতীয় বিমান বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিবেক রাম চৌধুরী।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর নৌসদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

এর আগে ভারতীয় বিমান বাহিনী প্রধান নৌ সদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন তাকে স্বাগত জানান।

সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান ভারতীয় বিমান বাহিনী প্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের জন্য এয়ার চিফ মার্শাল ভিবেক রাম চৌধুরীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

তিনি বন্ধুপ্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করে এ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। পরে ভারতীয় বিমান বাহিনীর প্রধান পরিদর্শন বই সই করেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও  উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডিফেন্স অ্যাটাশে, নেভাল অ্যাটাশে, নৌ সদরের পিএসওরা এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
এমইউএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।