ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

‘ও বাবা, তোমারে ছাড়া আমি কী নিয়ে বাঁচব?’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
‘ও বাবা, তোমারে ছাড়া আমি কী নিয়ে বাঁচব?’

ঢাকা: ‘বাবা, তোমাকে ছাড়া আমি কী নিয়ে বাঁচব, কে আমার খোঁজ নেবে?’  

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে এসব বলে আহাজারি করছিলেন নান্টু মিয়া।  

ছেলেকে হারিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে বেইলি রোডের একটি বহুতল ভবনে লাগা আগুনে মারা যান তার ছেলে নাইম আহমেদ (১৮)।  

বরগুনা জেলার নান্টু মিয়ার ছেলে নাইম গার্ডা শিল্ড এজেন্সির সিকিউরিটি গার্ড ছিলেন। বার্ন ইনস্টিটিউট থেকে দেওয়া মৃত্যু সনদ অনুযায়ী, রাত ১টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।  

তার চাচা ইমন হোসাইন বাংলানিউজকে জানান, রাতে আগুন লাগার পরও নাইমের সঙ্গে কথা হয় তাদের।  

নাইম জানিয়েছিলেন, ভবনের নিচে আগুন লেগেছে। তারা সবাই উপরে আটকা পড়েছেন।  

এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে আত্মীয় ও পরিবারের সদস্যরা ভোর রাত ৪টায় এসে মরদেহ শনাক্ত করেন।  

আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৫ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।