ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

পলিথিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: নানক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
পলিথিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: নানক কথা বলছেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক

ঢাকা: পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, পলিথিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৪ মার্চ) ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠানে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

জাহাঙ্গীর কবির নানক বলেন, পলিথিনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে প্রচুর অভিযান চালাবো না। আগে কাউন্সিলিং করে পলিথিনের ব্যবহারকে নিরুৎসাহিত করা হবে। পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে অগ্রগতি করা হচ্ছে।

পাট ও বস্ত্রমন্ত্রী বলেন, বাংলাদেশের উৎপাদিত পাট সারা বিশ্বে অত্যন্ত সমাদৃত। যদিও এটার প্রচার তেমন নাই। আমরা আশা করি, পাটকে একটি সম্মানজনক জায়গায় পৌঁছাতে পারবো। সরকারি নীতিমালা অনুযায়ী পুনরায় বন্ধ পাটকল পুনরায় চালুর বিষয় আলোচনা হয়েছে। এছাড়া উন্নত জাতের পাট বীজ উৎপাদনের সুপারিশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৪
টিএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।