ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় টমটমের চাপায় এক ব্যক্তি নিহত 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
পাথরঘাটায় টমটমের চাপায় এক ব্যক্তি নিহত  প্রতীকী ছবি

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় মো. শফিজ উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

বুধবার (৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের রূপধন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

শফিজ উদ্দিন পার্শ্ববর্তী কাঠালিয়া উপজেলার আমুয়া এলাকার মৃত শাহজাহানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পাথরঘাটার কামারহাট এলাকায় বিয়ে করে সেখানেই বসবাস করে আসছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে কাকচিড়া এলাকা থেকে ইটভর্তি টমটম পাথরঘাটা আসছিল। পথে কাকচিড়া ইউনিয়নের রূপধন নামক স্থানে এক ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।