ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ার ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
বগুড়ার ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

বগুড়া: বগুড়ার সদর উপজেলার ভবের বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আহম্মেদ আলী (৫৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত আহম্মেদ আলী বগুড়া সদর উপজেলার গাজী পালশা এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।  

জানা গেছে, দুপুর ১টার দিকে আলী তার অটোরিকশাটি নিয়ে উপশহরের তিনমাথা এলাকা থেকে চারমাথা দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তার অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।  

বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাহমুদুর রশীদ জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৪
কেইউএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।