ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

মুগদায় শিক্ষার্থী হত্যাকাণ্ডের ৩ আসামি গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪
মুগদায় শিক্ষার্থী হত্যাকাণ্ডের ৩ আসামি গ্রেপ্তার 

ঢাকা: বহুল আলোচিত রাজধানীর উত্তর মুগদায় কবি নজরুল কলেজের শিক্ষার্থী পিয়াস ইকবাল নূরকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যতম প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (১০ মার্চ) রাতে রাজধানীর মুগদা ও মানিকগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর উত্তর মুগদায় কবি নজরুল কলেজের শিক্ষার্থীকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার হয়েছে।

সোমবার (১১ মার্চ) সকালের দিকে রাজধানীর কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪
এমএমআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।