ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

নিখোঁজের দুইদিন পর মিলল রাজমিস্ত্রির গলাকাটা মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৯:০৮ পিএম, মার্চ ১৩, ২০২৪
নিখোঁজের দুইদিন পর মিলল রাজমিস্ত্রির গলাকাটা মরদেহ

পাবনা: পাবনা সদর উপজেলায় বাড়ি থেকে নিখোঁজের দুইদিন পর  আজাদ হোসেন (২১) নামে এক রাজমিস্ত্রির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ মার্চ) দুপুরে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে মোশাররফ চেয়ারম্যানের প্রজেক্টের পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আজাদ দাপুনিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। পেশায় রাজমিস্ত্রি আজাদ গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন বলে জানান তার বাবা।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম বলেন, গত ১১ মার্চ থেকে আজাদ নিখোঁজ ছিলেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।  

বুধবার দুপুরে আজাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।  

তবে তার সঙ্গে থাকা একটি মোটরসাইকেল ও মোবাইল পাওয়া যায়নি। কি কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।

তদন্ত চলছে, তদন্তের পর হত্যার কারণ জানা যাবে। সে সঙ্গে অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
জেএইচ

বাংলাদেশ সময়: ৯:০৮ পিএম, মার্চ ১৩, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।