ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

দ. কেরাণীগঞ্জে মাটি কাটা চক্রের একজনের কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
দ. কেরাণীগঞ্জে মাটি কাটা চক্রের একজনের কারাদণ্ড 

কেরাণীগঞ্জ: দক্ষিণ কেরাণীগঞ্জে অবৈধভাবে মাটি কাটা চক্রের একজনকে হাতে নাতে গ্রেপ্তার করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

জানা গেছে, মঙ্গলবার সকালে দক্ষিণ কেরাণীগঞ্জের কুন্ডা ইউনিয়নের কাওটাইল এলাকার কান্দারপাড়া থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছিলো একটি চক্র।

খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ। হাতে নাতে ফরহাদ হোসেন নামের একজনকে আটক করেন। পরে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আসামিকে।  

এছাড়া জব্দ করা হয়েছে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু ও মাটি পরিবহনের কাজে ব্যবহার হওয়া তিনটি ট্রাক। ভ্রাম্যমাণ আদালত চালানোর সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণের সহকারী কমিশনার ভূমি মনিজা খাতুন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।