কেরাণীগঞ্জ: দক্ষিণ কেরাণীগঞ্জে অবৈধভাবে মাটি কাটা চক্রের একজনকে হাতে নাতে গ্রেপ্তার করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, মঙ্গলবার সকালে দক্ষিণ কেরাণীগঞ্জের কুন্ডা ইউনিয়নের কাওটাইল এলাকার কান্দারপাড়া থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছিলো একটি চক্র।
এছাড়া জব্দ করা হয়েছে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু ও মাটি পরিবহনের কাজে ব্যবহার হওয়া তিনটি ট্রাক। ভ্রাম্যমাণ আদালত চালানোর সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণের সহকারী কমিশনার ভূমি মনিজা খাতুন।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
নিউজ ডেস্ক