ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

বিয়ে বাড়িতে উচ্চশব্দে গান বাজানোয় মারধরে এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৯ এএম, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
বিয়ে বাড়িতে উচ্চশব্দে গান বাজানোয় মারধরে এক ব্যক্তি নিহত

নাটোর: নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরে মো. কামাল ব্যাপারী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি)  রাত সোয়া ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামাল ব্যাপারী একই এলাকার মৃত ইসমাইল ব্যাপারীর ছেলে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, শনিবার রাতে কামাল ব্যাপারীর ভাতিজা সুমনের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এসময় উচ্চ আওয়াজে গান বাজিয়ে আনন্দ করছিলো পরিবারের লোকজন। এ নিয়ে প্রতিবেশী শামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারী এসে প্রতিবাদ জানায়। এ সময় কামালের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এক পর্যায়ে তারা কামালকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারেন। এ অবস্থায় কামাল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ারর আগেই অভিযুক্তরা পালিয়ে যান।

ওসি বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ৩ ভাই এলাকা ছেড়ে পালিয়েছেন। নিহতের পরিবার থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
এসএএইচ

বাংলাদেশ সময়: ১০:০৯ এএম, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।