ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গুলশান বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
গুলশান বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানী গুলশান ১ এলাকার ডব্লিউ আর টাওয়ারের ৯ তলায় এসির আউটডোরে লাগা আগুন ৪ টা ৫০ মিনিটে নির্বাপন করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৩ মার্চ) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, গুলশান ১ এলাকায় একটি বহুতল ভবনের নবম তলায় এসি বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ছয়টি ইউনিট পাঠানো হয়েছে। বিকেল ৪টা ২০ মিনিটে আগুনের সংবাদ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।