ঢাকা: হঠাৎ করে গরুর মাংসের দাম কেজি প্রতি ১০০ টাকা বাড়িয়ে দিয়েছিলেন রাজধানীর উত্তর শাহজাহানপুরের মাংস ব্যবসায়ী খলিলুর রহমান। যদিও মাত্র ৭ দিনের মধ্যে তিনি এ সিদ্ধান্ত থেকে সড়ে এসেছেন।
সেইসঙ্গে নতুন মূল্যে গরুর মাংস বিক্রি করার কথা জানিয়েছেন রাজধানীর আরও দুই আলোচিত ব্যবসায়ী উজ্জ্বল ও নয়ন।
রবিবার (২৪ মার্চ) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তারা।
এ সময় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান, পুরান ঢাকার মাংস বিক্রেতা নয়ন, মিরপুরের মাংস বিক্রেতা উজ্জ্বলসহ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাংস ব্যবসায়ী খলিলুর রহমান বলেন, ২০ রমজান পর্যন্ত ৫৯৫ টাকায় মাংস বিক্রি করবো। প্রতিদিন ২০টি করে গরু জবাই হবে বিকেল পর্যন্ত। আমি কথা দিয়েছিলাম সেটা রাখবো।
এদিকে মাংস বিক্রেতা উজ্জল ও নয়ন মাংসের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। কেজিতে ৩৫ টাকা বাড়িয়ে উজ্জল ৬৩৫ টাকা মাংসের দর নির্ধারণ করেছেন। একইসঙ্গে পুরান ঢাকার নয়ন ৫৭০ টাকার মিক্সড মাংস ৬০০ টাকায় এবং ঝুলানো মাংস ৬৫০ টাকায় বিক্রি করার ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
ইএসএস/এমএম