ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

মিরপুরে ৩০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ২ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৭, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
মিরপুরে ৩০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ২ 

ঢাকা: রাজধানীর মিরপুরে ৩০ রাউন্ড নাইন এম.এম. পিস্তলের গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. সাইফুল ইসলাম সাকিব (২০) ও মো. রুবেল (৩২)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুরের সেকশন-২ হাউজিং অফিস এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে মিরপুর সেকশন-২ হাউজিং অফিস সংলগ্ন জি-১ ব্লকের ফ্লাওয়ার ক্যাফের সামনে অভিযান চালানো হয়।

শিয়ালবাড়ি এলাকা থেকে হেঁটে আসা দুজন ব্যক্তিকে দাঁড়ানোর জন্য সংকেত দিলে তখন তারা পুলিশকে দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাদের আটক করে। তাদের দৌঁড়ানোর কারণ জিজ্ঞাসা করলে তারা সন্তোষজনক কোন উত্তর দিতে পারেনি। পরে তাদের তল্লাশি করা হয়। তাদের হতে একটি পুরাতন ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ রাউন্ড নাইন এম.এম. পিস্তলের গুলি উদ্ধার করা হয়। তারা ৩০ রাউন্ড গুলির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি  মামলা হয়েছে।

তিমি আরও জানান, গ্রেপ্তাররা পরস্পর যোগসাজশে বেআইনিভাবে ৩০ রাউন্ড গুলি নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।