ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

শহরের বস্তিতে বরিশালের মানুষ বেশি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
শহরের বস্তিতে বরিশালের মানুষ বেশি

ঢাকা: মোট জনগোষ্ঠীর প্রায় সাড়ে ৫ শতাংশ পরিবার বসবাস করে শহরাঞ্চলের বস্তিতে। এদের মধ্যে বরিশাল এলাকার মানুষ সবচেয়ে বেশি।

জরিপ অনুযায়ী বস্তির প্রায় সাড়ে ১৩ শতাংশ পরিবার বরিশালের। এর পরই আছে ময়মনসিংহ ও কিশোরগঞ্জের মানুষ। ৪ ও ৫ নম্বরে আছে কুমিল্লা ও নেত্রকোনার মানুষ।

রোববার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অডিটোরিয়ামে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২৩ এর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

বিবিএসের জরিপের তথ্যমতে, বস্তিবাসীর মধ্যে ৯ দশমিক ৩৪ শতাংশ পরিবার এসেছে মংমনসিংহ জেলা থেকে। তৃতীয় অবস্থানে থাকা কিশোরগঞ্জ জেলা থেকে এসেছে ৭ দশমিক ৮২ শতাংশ পরিবার। এরপর কুমিল্লা থেকে এসেছে ৬ দশমিক ৫২ শতাংশ পরিবার। পঞ্চম অবস্থানে থাকা নেত্রকোনা জেলা থেকে এসেছে ৫ দশমিক ২৬ শতাংশ পরিবার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. আলমগীর হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।