ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নিজ বাড়িতেই নামীদামি ব্র্যান্ডের প্রসাধনী তৈরি করতেন মুনসুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
নিজ বাড়িতেই নামীদামি ব্র্যান্ডের প্রসাধনী তৈরি করতেন মুনসুর

রাজশাহী: নামীদামি ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরির সময় রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকা থেকে এক ব্যক্তিকে হাতে-নাতে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় ওই ব্যক্তিকে তার বাড়ি থেকেই আটক করে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।



তার নাম মুনসুর আমিন (৪৫)। তিনি রাজশাহী মহানগরের রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে।

রোববার (২৪ মার্চ) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, নিজ বাড়িতে বসেই নামীদামি ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরি করতেন মুনসুর। গোপন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবি পুলিশ শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে আলামত হিসেবে প্রায় ৫০ হাজার টাকার নকল প্রসাধনী তৈরির নানান উপকরণ জব্দ করা হয়।

এই পুলিশ কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে মুনসুর জানিয়েছেন যে তিনি প্রথমে বিভিন্ন নামীদামি কোম্পানির স্টিকার, মোড়ক ও নকল প্রসাধনী তৈরির সামগ্রী বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন। এরপর সেগুলো দিয়ে নকল প্রসাধনী তৈরি করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বাজারজাত করেন। তাই জিজ্ঞাসাবাদ শেষে তার নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
 
ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।