ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ওয়ারীতে ‘অবৈধ স্টিকারে’ ব্যাটারিচালিত রিকশা, বছরে ৫০ কোটি টাকা চাঁদাবাজি 

শাকিল আহমেদ ও নিশাত বিজয়  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
ওয়ারীতে ‘অবৈধ স্টিকারে’ ব্যাটারিচালিত রিকশা, বছরে ৫০ কোটি টাকা চাঁদাবাজি  রাজধানীর ওয়ারীতে অবৈধ স্টিকারে চলছে অটোরিকশা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীতে যানজটের অন্যতম বৃহৎ কারণ হয়ে উঠেছে নিবন্ধনহীন অবৈধ ব্যাটারিচালিত রিকশা। পুরান ঢাকার ওয়ারী এলাকাতেই প্রায় ২৫ হাজার অটোরিকশা চলাচল করে অবৈধভাবে।

 

অবৈধ অটোরিকশা চালানোর পেছনে স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। বিভিন্ন সিন্ডিকেটের রিকশা চালাতে ‘স্টিকার’ নিতে দৈনিক ৫০ টাকা খরচ হয় চালকদের।  

ভুয়া সাংবাদিক, হিজড়া, স্থানীয় রাজনীতিবিদদের আলাদা আলাদা সিন্ডিকেট রয়েছে বাণিজ্যের পেছনে। অবৈধ ব্যাটারিচালিত রিকশা বাণিজ্য থেকে এ সিন্ডিকেটের বছরে চাঁদা আদায় করে ৫০ কোটি টাকার বেশি।

সোমবার (২৫ মার্চ) রাজধানীর যাত্রাবাড়ি শনির আখড়া, সায়দাবাদ, টিকাটুলি, সদরঘাট, দয়াগঞ্জ, জুরাইন এলাকার ব্যাটারি চালিত অটোরিকশায় এসব স্টিকার দেখা গেছে।

অবৈধ স্টিকারের জোরে এসব রিকশা নিয়মিতই গলি থেকে এসে প্রধান সড়কগুলোতেও দাপিয়ে বেড়াচ্ছে। ফলে সড়কে জট বাঁধাচ্ছে।  

অটোরিকশাচালক জয়নাল বাংলানিউজকে বলেন, কারা এই স্টিকার দিচ্ছে জানি না। তবে এই স্টিকারের জন্য রিকশামালিক প্রতিদিন আমাদের কাছ থেকে ৪০ টাকা করে কেটে নিচ্ছে। বিভিন্ন নামে-বেনামে বিভিন্ন কালারের এই স্টিকার এক হাজার টাকা বিক্রি হচ্ছে। এই স্টিকার ব্যাটারিচালিত অটোরিকশার লাগিয়ে চলতে বলেছেন মালিক।

 ছবি: শাকিল আহমেদ

এ বিষয়ে যাত্রাবাড়ীর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মাহবুব শাহ্ বাংলানিউজকে জানায়, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। যদি কেউ মূল সড়কে চলে আসে, তাহলে তাকে অবশ্যই জরিমানার আওতায় আনছি।

দৈনিক প্রায় ২৫ থেকে ২৭টি অটোরিকশাকে জরিমানা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি আরও বলেন, সায়দাবাদ বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন স্থানে বাস চলাচল করে। ঢাকা-চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, ভৈরব, নরসিংদীর বাসগুলো এখান থেকে ছেড়ে যায়। এজন্যই এই সড়কটি সবসময় ব্যস্ত থাকে। কিন্তু অনেক অটো রিকশাচালক আছেন যারা জানেন না বা বোঝেন না বা হঠাৎ করেই মূল সড়কে চলে আসেন। এতে যানজটের সৃষ্টি হয়। যারা না বুঝে মূল সড়কে চলে আসেন, তাদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি যে, আপনারা মূল সড়কে আসবেন না। যদি আসেন তাহলে আপনাদেরকে জরিমানা করা হবে।

 ছবি: শাকিল আহমেদ

জনবল সংকটে নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ 

অবৈধ ব্যাটারিচালিত রিকশার জন্যে যেন যানজট না বাড়ে সেজন্য ডিএমপির ওয়ারী ট্রাফিক বিভাগ ধারাবাহিক অভিযান পরিচালনা করছে।  

তারপরও এসব এলাকা থেকে অটোরিকশা নিয়ন্ত্রণে আনতে না পারার পেছনে জনবল সংকটের বিষয়টি সামনে এনেছেন ওয়ারী ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম।

প্রতিটি প্রধান সড়কে এই অভিযান পরিচালিত হচ্ছে এবং এটি নিয়মিত অভিযান হিসেবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এ উপ-পুলিশ কমিশনার।  

মোহাম্মদ আশরাফ ইমাম বলেন, ওয়ারী এলাকায় ২০ থেকে ২৫ হাজারের মতো ব্যাটারিচালিত রিকশা চলে। সে তুলনায় ট্রাফিক পুলিশের টিম ছোট। ট্রাফিক পুলিশ যদি শুধু অটোরিকশা নিয়ে চিন্তা করে তাহলে অন্যান্য জায়গায় যানজট নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটে।

 ছবি: শাকিল আহমেদ

বিপুল সংখ্যক ব্যাটারিচালিত রিকশা হওয়ায় শুধু জরিমানা দিয়ে নিয়ন্ত্রণ সম্ভব না জানিয়ে তিনি বলেন, আমরা রিকশামালিকদের সাথে দুটি মিটিং করেছি। যেন গলি থেকে মূল রাস্তায় নেমে না আসে। এজন্য নিয়মিত অভিযান করা হচ্ছে।

স্টিকার নিয়ে কারা চাঁদাবাজি করে এ প্রসঙ্গে তিনি বলেন, ৭-৮ জনের হিজড়াদের টিম স্টিকার করেছে, তাদের অধীনে ৩০০ থেকে ৪০০ গাড়ি থাকে। তাদেরকে চাঁদাবাজি না করতে বলা হয়েছে। এছাড়াও আরও কয়েকটি সিন্ডিকেট রয়েছে। স্টিকার প্রতি ৫০ টাকা নেওয়া হয়।

জরিমানার বিষয়ে তিনি বলেন, ট্রাফিক আইন অমান্য করলে ৬০০ টাকা জরিমানা করা হয়। কেউ যদি বাড়াবাড়ি করে তাহলে এক সপ্তাহ আটক রাখা হয়।  

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
এনবি/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।