ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বন্য শুকরের আক্রমণে আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
বন্য শুকরের আক্রমণে আহত ৫

বরিশাল: বরগুনার পাথরঘাটায় লোকালয়ে বন্য শুকরের আক্রমণের ঘটনা ঘটেছে। শুকরের কামড় ও নখের আঘাতে নারীসহ ৫ জন আহত হয়েছেন।

তাদের মধ্যে দুজনকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৭ মার্চ) দুপুরে ঘটনাটি ঘটে। আহতরা জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই আক্রমণের শিকার হন তারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বেলায়েত, সাইফুল ও নারীসহ আরও ৩ জন ভর্তি আছেন। সবাই বন্য শুকরের আক্রমণে আঘাতপ্রাপ্ত।

আহত ও তাদের স্বজনরা জানান, বুধবার দুপুরে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকার সংরক্ষিত বন থেকে হঠাৎ একটি বন্য শুকর লোকালয়ে আসে। প্রথমে বেলায়েত মীরকে আক্রমণ করে শুকরটি। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গেলে শুকরটি আরও উত্তেজিত হয়ে ছকিনা, ইব্রাহীম, আব্বাস ও সাইফুলসহ মোট ৫ জনকে আঘাত করে বনে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহতরা বলেন, বন্য শুকরটি লোকালয়ে এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর আক্রমণ করে।

শেবাচিমের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান জানিয়েছেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

বন বিভাগ জানিয়েছে, বন্য শুকরটি লোকালয়ে কীভাবে এলো সেটি খতিয়ে দেখা হচ্ছে। শুকরটিকেও শনাক্ত করে চিকিৎসা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।