ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে জৈনাবাজার এলাকায় গুলশান স্পিনিং মিলস্ লিমিটেড কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় গুলশান স্পিনিং মিলস্ লিমিটেড কারখানার শ্রমিকরা তাদের বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিক পুলিশকে লক্ষ্য করা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ  সাউন্ড গ্রেনেড ছুড়ে উত্তেজিত শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে ওই মহাসড়কে যান চলাচল শুরু হয়।

শ্রমিকদের অভিযোগ, র্দীঘদিন ধরে বলার পরেও কারখানা কর্তৃপক্ষ সরকার নির্ধারিত নতুন কাঠামোতে বেতন দিচ্ছে না। এছাড়াও সঠিক সময়ে বেতন পরিশোধ করে না। নির্ধারিত ঈদ বোনাসের চাইতে কম বোনাস দেওয়া হয়। বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করা হলেও তারা এসব বিষয়ে কিছু করছে না।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুব মোর্শেদ বলেন, শিল্প পুলিশের পাশাপাশি মাওনা হাইওয়ে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।