ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

মাগুরা: মাগুরার শালিখা উপজেলার শতখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের শালিখা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।  

এ সময় থ্রি হুইলার মাহেন্দ্রকে যাত্রীবাহী একটিবাস পেছন থেকে ধাক্কা দিলে মাহেন্দ্রর তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত চারজনের চিকিৎসা চলছে।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া গ্রামের নিত্যানন্দ দের স্ত্রী নিরুপা রানী দে (৪০), একই এলাকার নারায়ণ চন্দ্র দের স্ত্রী পুষ্প রানী দে(৫০) এবং মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ এলাকার বিশ্বনাথ কুণ্ডু।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শালিখা থানার এসআই ইমরান বলেন, শ্রীপুর উপজেলার খামারপাড়া গিরিধারী আশ্রমে নামযজ্ঞ অনুষ্ঠান দেখে থ্রি হুইলার মাহেন্দ্রে চড়ে একই গ্রামের আটজন নারীপুরুষ যশোরের বাঘারপাড়ার নারকেল বাড়ীয়ায় ফিরছিলেন। পথিমধ্যে মাগুরা-যশোর মহাসড়কের শালিখা উপজেলার শতখালী এলাকায় মাহেন্দ্রটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা মাটির স্তূপে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় পেছন দিক থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মাহেন্দ্রকে চাপা দিয়ে চলে যায়। এতে মাহেন্দ্রয় থাকা আটজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।