ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

সমবায় সমিতির নামে কোটি টাকা আত্মসাতের হোতা ফখরুল গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
সমবায় সমিতির নামে কোটি টাকা আত্মসাতের হোতা ফখরুল গ্রেপ্তার

ঢাকা: সমবায় সমিতির নামে চার শতাধিক গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মো. ফখরুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে  র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‍্যাব-৩)।

বুধবার (৩ এপ্রিল) দিনগত রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফখরুল ৭ টি প্রতারণা মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি।

র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজাহার হোসেন জানান, ফখরুল ২০১১ সালে মেঘনা মাল্টিপারপাস লিমিটেড নামে একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করে। ২০১৩ সালে সমবায় সমিতির গ্রাহক সংখ্যা চার শতাধিক ছাড়িয়ে গেলে তিনি গ্রাহকদের জমাকৃত কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়।

পরবর্তীতে তার বিরুদ্ধে অর্থ আদালত আইন এবং সমবায় সমিতি আইনে চেক জালিয়াতিসহ প্রতারণার অভিযোগে মোট ৭ টি মামলা দায়ের করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত গ্রেপ্তার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদণ্ড প্রদান করে।

এএসপি আজাহার বলেন, গ্রাহকদের টাকা লুট করার পর থেকেই নিজ এলাকা ছেড়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিল। ছদ্মনাম ব্যবহার করে হাতিরঝিল এলাকায় অবস্থানকালে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৪
পিএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।