বগুড়া: ইন্দোনেশিয়ায় ৫ম ওয়ার্ল্ড ইনোভেটিভ সায়েন্স প্রজেক্ট অলিম্পিয়াড ২০২৪-এ চ্যাম্পিয়ন হওয়ায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজের টিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০২৪ সালের ১৩ থেকে ১৬ ডিসেম্বর এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ শওকত আলী মীরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।
বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহেদ সরকার, পুণ্ড্র ইউনিভার্সিটির ভিসি প্রফেসর চিত্ত রঞ্জন, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. আব্দুল লতিফ।
সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ৪জন শিক্ষার্থী ইন্দোনেশিয়ায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ৫টি দেশের ৪১টি টিম অংশগ্রহণ করে। বিজয়ী টিমের উদ্ভাবনী বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) কৃষির উন্নয়ন। টিমের শিক্ষার্থীরা হলেন-সুমাইতা বিনতে হাবিব স্নেহা, কৌশিক তাওহীদ, মো. ইমাম রশিদ সাগর ও নূর ই আলম সিদ্দিক নাসিম।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
আরএ