ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

রোজার শেষ দিকে জমজমাট আইসিসিবির ইফতার বাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৪
রোজার শেষ দিকে জমজমাট আইসিসিবির ইফতার বাজার

ঢাকা: রমজান মাসের শেষ দিকে এসে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)'র পুরান ঢাকার ইফতার বাজারে ক্রেতাদের ভিড় বেড়েছে। রমজান মাসের শুরু থেকেই এই বাজারে ক্রেতাদের ভিড় ছিল, তবে শেষ দিকে সেই ভিড় আরও বেড়েছে।

রোজার শেষ দশ দিনে রোজাদারদের মধ্যে ইফতারের জন্য নতুন নতুন খাবারের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। এই চাহিদা পূরণে আইসিসিবিতে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন সুস্বাদু খাবার সাজানো হয়েছে। প্রতিদিন বিকেল থেকেই এখানে জড়ো হতে থাকেন বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণকারীরা।  

শনিবার (৬ এপ্রিল) বিকেলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)'র হল ৫ পুষ্পাঞ্জলিতে সরেজমিন দেখা যায়, বিকেল ৪টার পর থেকেই আইসিসিবির ইফতার বাজারে ক্রেতাদের আনাগোনা শুরু হয়। সন্ধ্যার ঘনিয়ে আসতেই বাজারে ক্রেতাদের সমাগম আরও বেড়ে যায়। সন্ধ্যার আগেই শেষ হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী শাহী অনেক ইফতারি।

আইসিসিবি'র ইফতার বাজারে রয়েছে বিভিন্ন ধরনের সুস্বাদু ইফতারির খাবার। রোস্ট, বিরিয়ানি, কাবাব, গরুর মাংসের তেহারি, চিকেন বিরিয়ানি, জিলাপি, রসমালাইসহ বিভিন্ন ধরনের শরবত, ফলের রস এবং ঠাণ্ডা পানীয়ও পাওয়া যাচ্ছে। এখানের খাবারের দামও তুলনামূলক কম ও স্বাস্থ্যসম্মত।  

আইসিসিবি'র ইফতার বাজারে কেনাকাটা করতে আসা রোজাদাররা জানান, এখানে খাবারের দাম তুলনামূলক কম এবং খাবারের গুণগত মানও ভালো। তাই তারা এই বাজারে কেনাকাটা করতে পছন্দ করছেন।

আইসিসিবি'র পুরান ঢাকার ইফতার বাজারে এসে ভোজনরসিকরা একই জায়গায় ঢাকার সকল বিখ্যাত খাবারের স্বাদ পাওয়ায় তারা খুবই খুশি। ইফতারি বিক্রির পাশাপাশি এই বাজারে রয়েছে রোজাদারদের জন্য বসে ইফতার করার মনোরম পরিবেশ। স্টলের পাশাপাশি বাজারে রয়েছে সুসজ্জিত খাবার টেবিল।  

বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে আইসিসিবি'র ইফতার বাজারে ইফতার পার্টি করতে এসেছেন বসুন্ধরা আবাসিকের বাসিন্দা নাফিস খান অনি। কথা হলে তিনি বাংলানিউজকে বলেন, প্রতিবছর রমজান মাস হলে আমরা বন্ধুরা মিলে ইফতার পার্টির আয়োজন করি। এবছর কোথায় যাব সেটাই আমরা পরিকল্পনা করছিলাম। আমাদের অনেক পরিচিতজন এবং বন্ধু-বান্ধব আইসিসিবি তে যাওয়ার পরামর্শ দিয়েছে। তাই এখানে আসা। আর এখানে খাবারের ধরন অনেক বেশি। বসে খাওয়ারও সু-ব্যবস্থা আছে। তাই আমাদের পছন্দমত খাবার কিনে এখানেই ইফতার পার্টি করব।  

আইসিসিবি কর্তৃপক্ষ জানান, নতুন ঢাকার বাসিন্দাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারির স্বাদ দিতে প্রতি বছর এ আয়োজন করা হচ্ছে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা দিতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। মান যাচাই ছাড়া এখানে কোনো খাবার বিক্রি করতে দেওয়া হয় না। ৩০০ ফুট সড়কের পাশে হওয়ায় যানজট এড়িয়ে সহজেই ক্রেতারা এসে ইফতার কিনে নিয়ে যাচ্ছেন। পর্যাপ্ত গাড়ি পার্কিং সুবিধা থাকায় অনেকে গাড়ি রেখে ইফতার করছেন এখানে।

বাংলাদেশ সময়: ২০৩১ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৪
ইএসএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।