ঢাকা: পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছেন যাত্রীরা। তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরাও।
ঈদের আগে ও পরে পরিবহন খাতের ওপর ব্যাপক চাপ পড়ে। যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছাতে দিন রাত কাজ করতে হয় বাস চালক থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে। এমনকি ঈদের দিনও বন্ধ থাকে না গণপরিবহন। ফলে ঈদের দিন পরিবারের সঙ্গে কাটানো হয় না অনেকের।
তেমনি একজন সোহাগ পরিবহনের বাস চালক মো. জাকির। শনিবার (৬ এপ্রিল) গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জাকির জানান, ঈদের দিন যদি ডিউটি পড়ে তাহলে এবার পরিবারের সঙ্গে ঈদ করা হবে না।
১৯৯৩ সাল থেকে চালকের আসনে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছেন জাকির। এর আগে চালকের সহকারীর কাজ করেছেন প্রায় সাত বছর। এই দীর্ঘ বছরে চালিয়েছেন বাসসহ ট্রাক-কাভার্ড ভ্যান। জাকিরের বাড়ি খুলনার সোনাডাঙ্গায়। বাড়িতে তার তিন ছেলে, স্ত্রী, মা, ভাই, বোন রয়েছে। তিন ছেলের একজন এইচএসসি পর্যন্ত পড়ে পরিবহন সেক্টরেই কাজ করছে। বাকি দুইজনের একজন ডিপ্লোমা পর্যন্ত পড়েছে, আরেকজন এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
ঈদের দিন বাস চালাতে হবে কিনা জানতে চাইলে জাকির বাংলানিউজকে বলেন, শিডিউলে যদি ঈদের দিন ডিউটি পড়ে, তাহলে ওইদিনও বাস চালাতে হবে। এটা শিডিউলের ওপর নির্ভর। আর যদি ডিউটি না পড়ে, তাহলে পরিবারের সঙ্গে ঈদ করতে পারবো।
পরিবারের সঙ্গে ঈদ করতে না পারলে খারাপ লাগবে না- জানতে চাইলে তিনি বলেন, এটা মানবসেবা। মানবসেবায় যেহেতু ঢুকছি, সেটাতো পালন করতেই হবে। এছাড়া চাকরিতে ডিউটি পড়লে সেটাও তো বাধ্যতামূলকভাবে করা লাগে। এটা মেনে নিতেই হবে। তবে খারাপ যে লাগে না তা নয়। কম-বেশ খারাপ তো লাগেই।
তারপরও ঈদের দিন গাড়ি নিয়ে যদি খুলনা যেতে পারি, তখন কয়েক ঘণ্টার জন্য পরিবারের কাছে যাওয়ার সুযোগ আছে। আর যদি ঈদের আগের দিন ঢাকায় আসি, পরদিন সিডিউল না পড়ে তখন তো আর যাওয়ার সুযোগ নেই।
এবার ঈদের সড়কের অবস্থা কি জানতে চাইলে ৫৬ বছর বয়সী এই চালক বলেন, এবার পরিস্থিতি ভালো না। যাত্রীর চাপ অনেক কম। ঈদযাত্রা মাত্র শুরু হয়েছে। গত দুইদিন ধরে মানুষ মাত্র বাড়ি যাওয়া শুরু করেছে। ফলে অনেক আসন খালি রেখেই যেতে হচ্ছে। ঢাকা থেকে ৩০-৩৫ জন নিয়ে যেতে হচ্ছে। আবার আসার সময় মাত্র ৫-৬ জন যাত্রী নিয়ে আসতে হচ্ছে।
তিনি আরো বলেন, রাস্তায় এখনো সেভাবে চাপ সৃষ্টি হয়নি। আমরা সাধারণত পদ্মাসেতু দিয়ে খুলনা যাই। তবে আজকে আরিচা হয়ে ফেরি পার হয়ে যাচ্ছি। যেহেতু এই রুটে যাওয়া হয় না, তাই ফেরির জন্য অপেক্ষা করতে হয় কিনা ঠিক জানি না। তবে পদ্মা সেতু দিয়ে গেলে তেমন কোনো যানজটে পড়তে হয় না।
বাংলাদেশ সময়: ২০৩১ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৪
এসসি/এমএম