ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ব্রজপাতে দুই নারী ও এক কিশোরী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৪
ঝালকাঠিতে ব্রজপাতে দুই নারী ও এক কিশোরী নিহত

ঝালকাঠি: ঝালকাঠিতে ব্রজপাতে এক কিশোরী ও দুই নারী নিহত হয়েছেন। নিহতরা হলেন, হেলেনা বেগম (৪০), মিনারা বেগম (৩৫) ও মাহিয়া আক্তার ঈশানা (১১)।

রবিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। কালবৈশাখী ঝড়ে মাঠ থেকে গবাদি পশু আনতে গিয়ে ৩ জনই ব্রজপাতে তিনজন নিহত হন বলে জানাযায়।

নিহত হেলেনা বেগমের বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামে, মিনারা বেগমের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট গ্রামে ও মাহিয়া আক্তার ঈশানার বাড়ি পোনাবালিয়ার ছিলারিশ গ্রামে। এর মধ্যে হেলেনা বেগম ও মিনারা বেগম গৃহিণী এবং মাহিয়া আক্তার ঈশানা আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এ তথ্য নিশ্চিত করেছেন।  

রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ করে আকাশে কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও দমকা বাতাস বইতে শুরু করে। সেই সাঙ্গে ঘনঘন বজ্রপাত হয়। এসময় মাঠে গরু আনতে গেলে তিন জনের মৃত্যু হয়। পরে ওই তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙ্গে পড়েছে এবং রাজাপুরে বিদ্যুতের খুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ০৫৩২ ঘণ্টা,এপ্রিল ৭,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।