ঢাকা: বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীসহ সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে ১৭৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, গত ১৪ থেকে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীসহ সাংবাদিকদের ওপর নির্মম ও পৈশাচিক হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও বিভিন্ন শিক্ষার্থীদের ধারণ করা ভিডিও ফুটেজ থেকে হামলায় জড়িত ১৭৮ জনকে সনাক্ত করা হয়। কিন্তু তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। তাই সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ জব্বার বাংলানিউজকে বলেন, গত ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিক ও সাধারণ মানুষের ওপর নির্মম এবং পৈশাচিক হামলা চালায় সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ৫ আগস্ট পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদের একটি দাবি ছিল, নিষিদ্ধ ছাত্রলীগের যারা ওই সমস্ত হামলায় সরাসরি জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো। আমাদের বিশ্বাস ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে ছাত্রলীগের বিচার নিশ্চিত করার জন্য মামলা দায়ের করবে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন নাম মাত্র কিছু তদন্ত কমিটি গঠন করেছে। কিন্তু দৃশ্যমান কোনো কিছু আমরা দেখিনি। সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ১৪ থেকে ১৭ জুলাই যে হামলা চালানো হয়েছিল, সেই হামলায় সরাসরি জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় জাহাঙ্গীরনগর শাখা ছাত্রদলের নেতারা একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় ১৭৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে। আমরা আশা করি আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত সকলকে ও এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করবে। সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি নিষিদ্ধ ছাত্রলীগের বিচার নিশ্চিত করা।
এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) নুর আলম সিদ্দিকী বাংলানিউজকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগে ১৭৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এমজে