ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ঈদে বাড়ির মালিকদের সিসিটিভি সচল রাখার অনুরোধ আইজিপির

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৪
ঈদে বাড়ির মালিকদের সিসিটিভি সচল রাখার অনুরোধ আইজিপির

ঢাকা: ঈদযাত্রা সুন্দর, সুখ ও স্বস্তিদায়ক করতে একযোগে কাজ করছি জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আমাদের সবাই মাঠে নেমে কাজ করছি। ঈদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থাসহ সারা ঢাকা শহরের নিরাপত্তার ব্যবস্থা আমরা রেখেছি৷ তাপরও নগরবাসী নিজেদের মূল্যমান সামগ্রী শকর্তভাবে নিরাপদে রেখে যাবেন।

এছাড়া নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখতে দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির মালিকদের নিরাপকর্মীর পাশাপাশি সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি রাখতে অনুরোধ জানান তিনি।

রোববার (০৭ এপ্রিল) বিকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরেফেরা মানুষের ঈদযাত্রা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।  

আইজিপি বলেন, আমরা ইত্যোমধ্যে নৌ টার্মিনাল ভিজিট করেছি। লঞ্চের যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। এখনও ঘরেফেরা মানুষের ভিড় বা চাপ পুরোমাত্রায় শুরু হয়নি। আনন্দ ভাগাভাগি করতে সবাই বাড়ি যাচ্ছে। নিজের জীবন ঝুঁকিপূর্ণ করে কেউ কোনো যান বাহনে উঠবেন না বলে অনুরোধ জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ঈদযাত্রায় যাত্রী সাধারণ নিরাপদে নির্বিঘ্নে নিরাপদে গমন করতে পারেন। এজন্য সকল নৌপুলিশসহ স্টেকহোল্ডারদের নিয়ে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে। সবাই মিলে একযোগে কাজ করছি। আশা করছি সকল নাগরিকের ঈদযাত্রা সুন্দরভাবে সুখদায়ক করতে পারবো। আমাদের সবাই মাঠে নেমে কাজ করছি। এই উৎসবকে আনন্দদায়ক করতে নিরাপদ করতে কাজ করছি। আমাদের ছুটি ত্যাগ করে নাগরিকদের সেবায় নিয়োজিত আছি, যাতে সকলে নিরাপদে বাড়ি যেতে পারেন। ফলে আমরা আশা করছি সাধারণ মানুষ নির্ভিগ্নে নিরাপদে নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন।  

ঈদে ডাকাতি, চাঁদাবাজি প্রতিরোধে নৌপুলিশ টহলে থাকবে জানিয়ে আবদুল্লাহ আল-মামুন বলেন, যাত্রীদের নিরাপত্তা দেয়ার জন্য পর্যাপ্ত নৌ পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রাপথেও নৌপুলিশ মোতায়েন থাকবে। একই সাথে ঈদের আগে ও পড়ে মোট ০৯ এপ্রিল থেকে ১৬ এপ্রিল ০৮ দিন ব্লাকহেড ও স্পীডবোর্ডগুলো চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বিভিন্ন স্থানে ম্যাজিস্টেট মোতায়েন থাকবেন। আশা করছি সম্মানিত যাত্রীরা নিরাপদে ঘরে ফিরতে পারবেন। এছাড়া যাত্রীদের যাত্রা সুখকর করার পাশাপাশি নিরাপদ করার জন্য নৌপুলিশ আপনাদের পাশে রয়েছে।  

তিনি বলেন, সারা দেশে নিরাপত্তার জন্য হাইওয়ে, রেলওয়ে নিরাপত্তার জন্য ঢাকা মহানগর পুলিশ, জেলা পুলিশসহ সকলে মিলে একযুগে দায়িত্ব পালন করছি। যাতে সম্মানিত নগরবাসী পরিবার পরিজন নিয়ে ঈদ করতে পারে সেলক্ষ্যে যথা সময়ে গমন করতে পারেন। আমাদের এই দায়িত্ব পালনে ঢাকা মহানগরের সকল ফোর্সের প্রতিনিধিরা আছেন।

অজ্ঞানপার্টি মলম পাটি সক্রিয় রয়েছে জানিয়ে আইজিপি বলেন, আমরা সকল নাগরিক ও যাত্রী সাধারণকে অনুরোধ করবো রাস্তায় অপরিচত কারো কাছ থেকে কোন কিছু খাবেন না। নিজের সতর্কতা নিজে অবলম্বন করবেন আমরা আপনাদের পাশে আছি। কোন ধরনের সমস্যা হলে বা কিছু দেখলে ৯৯৯ এ ফোন দেয়ার অনুরোধ জানান তিনি।

মার্কেট, দোকান ও বাসাবাড়ির নিরাপত্তায় নিরাপত্তাকর্মীর পাশাপাশি সিসিটিভি ক্যামেরা এক্টিভ রাখার অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, ঈদের সময় ঢাকাসহ বড় বড় শহরগুলো ফাঁকা হয়ে যায়। সে সময় অনেক নাগরিকরা তাদের মূল্যমান জিনিস রেখে যান। এজন্য আমরা আপনাদের অনুরোধ করবো আপনাদের মূল্যমান সামগ্রী শকর্তভাবে নিরাপদে রেখে যাবেন।

এছাড়া দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির মালিকরা তাদের প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য নিরাপকর্মীর পাশাপাশি সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি রাখতে অনুরোধ জানান। যাতে কোনো দুষ্কৃিতকারী কোনো রকমের ক্ষতি করতে না পারে এবং করলেও যাতে তাদের দ্রুত ধরা যায়। এতে করে আপনার প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা অটুট থাকবে।  

তিনি বলেন, ঈদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থাসহ সারা ঢাকা শহরের নিরাপত্তার ব্যবস্তা আমরা রেখেছি৷ আমাদের ৯৯৯ এক্টিভ থাকবে, যে কোন সমস্যা হলে ফোন দিলে দ্রুততম সময়ের মধ্যে আমাদের টিম সেখানে পৌঁছে যাবে। এছাড়া টাকা পয়সা পরিবহনে যদি আমাদের সহায়তা চান তাহলে আমাদের টিম রয়েছে সেখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন।  

চৌধুরী আব্দুল্লাহ আল- মামুন বলেন, এবছর পদ্মা সেতু হওয়ায় অনেক যাত্রী পদ্মা সেতু দিয়ে নিজ নিজ গন্তব্যে যাবেন। রাস্তাগুল প্রসস্ত হয়েছে ফলে আগে সড়কে যে দুর্ভোগছিলো সেটা এখন আর হবে না। একই সাথে ছুটি বেশিদিন হওয়ায় সাধারণ মানুষ আস্তে ধীরে বাড়ি যেতে সময় পাবেন বলে প্রত্যাশা করছি।  

গুলিস্তান থেকে সদরঘাট যানজট নিরসনে কি ব্যবস্থা নেয়া হচ্ছে জানতে চাইলে আইজিপি বলেন, বর্তমানে যানজট অনেক কমেছে। তাছাড়া গুলিস্তান থেকে সদরঘাটের রাস্তাটি সরু, এরমধ্যে রিক্সা চলে। এতে একটু সমস্যা হয়। কারণ ঈদে যাত্রীদের হঠাৎ চাপ বেড়ে যায় সেজন্য। তবে সরকার বিভিন্নমুখী উন্নয়ন কার্যক্রম যেমন, মেট্রোরেল, ওভারপাস, এলিভেটর এক্সপ্রেসওয়ের মতো অনেক কাজ করেছে। তার সুফল নগরবাসি পেতে শুরু করেছে। তাছাড়া আমরা সর্বাত্ত্বভাবে সহায়তা করছি যাতে নিরাপদে সকলে বাড়ি যেতে পারেন। পাশাপাশি ফেরত আসারপরও নির্বিঘ্নে টার্মিনাল থেকে বেরিয় যেতে পারবে৷ 

বাংলাদেশ সময় : ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ০৭,২০২৪
জিসিজি/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।