ঢাকা: উত্তরের পোশাক শ্রমিকদের ঈদযাত্রার সুবিধার্থে তিনটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। রোববার রাত ১১টা থেকে এই বিশেষ ট্রেন চলাচল শুরু হবে।
জয়দেবপুর জংশন স্টেশন মাস্টার আবু হানিফ আলী গণমাধ্যমকে বলেন, এই রুটে টানা তিন দিন তিনটি বিশেষ ট্রেন চলবে। ট্রেনগুলো ঈদের পরের দিন থেকে টানা তিন দিন ফিরতি যাত্রা করবে।
জানা গেছে, প্রতি ট্রেনের আসন সংখ্যা ৭১৬টি। ২৪টি প্রথম শ্রেণীর আসনও আছে। অনলাইনেই পাওয়া যাবে এসব ট্রেনের টিকিট। ট্রেন ছাড়ার আগে আসনবিহীন টিকিট দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৪
নিউজ ডেস্ক