ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

পোশাক শ্রমিকদের জন্য ঈদের বিশেষ ট্রেন রাত ১১টা থেকে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৪
পোশাক শ্রমিকদের জন্য ঈদের বিশেষ ট্রেন রাত ১১টা থেকে

ঢাকা: উত্তরের পোশাক শ্রমিকদের ঈদযাত্রার সুবিধার্থে তিনটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। রোববার রাত ১১টা থেকে এই বিশেষ ট্রেন চলাচল শুরু হবে।

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে দিনাজপুরের পার্বতীপুর যাবে এই ট্রেন।  

জয়দেবপুর জংশন স্টেশন মাস্টার আবু হানিফ আলী গণমাধ্যমকে বলেন, এই রুটে টানা তিন দিন তিনটি বিশেষ ট্রেন চলবে। ট্রেনগুলো ঈদের পরের দিন থেকে টানা তিন দিন ফিরতি যাত্রা করবে।

জানা গেছে, প্রতি ট্রেনের আসন সংখ্যা ৭১৬টি। ২৪টি প্রথম শ্রেণীর আসনও আছে। অনলাইনেই পাওয়া যাবে এসব ট্রেনের টিকিট। ট্রেন ছাড়ার আগে আসনবিহীন টিকিট দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।