ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ডেমরায় ভবন থেকে পড়ে সেনেটারি মিস্ত্রির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৪
ডেমরায় ভবন থেকে পড়ে সেনেটারি মিস্ত্রির মৃত্যু

ঢাকা: রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে শরীফ (২৬) নামে এক সেনেটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার (৭ এপ্রিল) সকাল ১টার দিকে ডেমরা মাহমুদনগর নিউ সিটি টাউনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শরীফের বড় ভাই মো. সুজন জানান, তাদের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায়। বংশাল সিদ্দিক বাজার এলাকায় দুই ভাই একসঙ্গে ভাড়া থাকতেন। সেনেটারি মিস্ত্রির কাজ করতেন শরীফ। সকালে ডেমরা এলাকায় কাজে যান তিনি। এরপর দুপুরে তার সহকর্মীদের মাধ্যমে সুজন খবর পান, সাততলা ভবনের ছাদে কাজ করার সময় সেখান থেকে নিচে পড়ে গেছেন শরীফ। আর তাকে সহকর্মীরা স্থানীয় একটি হাসপাতালে গিয়ে গেছেন। পরে তিনি সেই হাসপাতালে গিয়ে রাতে আহত শরীফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৪
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।