ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বিমানবন্দরে দলনেতাসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৪
বিমানবন্দরে দলনেতাসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার 

ঢাকা: ঈদকে কেন্দ্র রাজধানীতে একটি ছিনতাইকারী চক্রের দলনেতাসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

সোমবার (৮ এপ্রিল) ভোরে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশি অস্ত্র উদ্ধার করা হয়।  

সোমবার র‍্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, গত ২৬ মার্চ টঙ্গী এলাকায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে র‍্যাব-১ এর কন্ট্রোল রুম সক্রিয় হবার পর থেকে নিয়মিত ছিনতাইচেষ্টার অভিযোগ আসে থাকে। এ প্রেক্ষিতে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে র‍্যাব-১ এর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। সেই প্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিমানবন্দর এলাকা থেকে একটি ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব-১ এর একটি টিম।  

উল্লেখ্য, রাজধানীবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আগত যাত্রীরা যাতে নিরাপদে ঈদের কেনাকাটা করে নির্বিঘ্নে স্বস্তির সঙ্গে বাড়ি ফিরে যেতে পারেন এ লক্ষ্য নিয়ে ছিনতাইকারী, অজ্ঞানপার্টি এবং কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে র‍্যাব-১ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৪
এসজেএ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।