ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইঞ্জিনচালিত অটোরিকশার ধাক্কায় আবিরা নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার খাসেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আবিরা খাসেরকান্দি গ্রামের মোহাম্মদ মোশারফের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবিরা বাড়ির পাশে রাস্তা পার হয়ে দোকানে যাওয়ার সময় একটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেলে পাঠায়। পরে তাকে রাত পৌনে ৮টায় ঢাকা মেডিকেলে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আবিরাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।