ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মিলল অজ্ঞাত মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, এপ্রিল ১৯, ২০২৪
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মিলল অজ্ঞাত মরদেহ

ঢাকা: রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে অজ্ঞাত (৪৫) বছরের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) বেলা ৩টার দিকে শহীদ মিনারের পশ্চিম পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বলেন, খবর পেয়ে বেলা ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পরে থাকতে দেখি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, ধারনা করা হচ্ছে ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। তার পায়ের কয়েক জায়গায় পচন ধরেছে। অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়েছে। পরিচয় শনাক্তে সিআইডি ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।