ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার মোড়ে সামনে একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭মে) সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
তিনি জানান, কারওয়ান বাজার সোনারগাঁও হোটেল সংলগ্ন ট্রাফিক বক্সে ডিউটিরত অবস্থায় দেখতে পাই হঠাৎ করে একটি প্রাইভেট কারে আগুন লেগেছে। তাৎক্ষণিক আশেপাশের উপস্থিত জনতার চেষ্টায় আগুন নেভানো হয়।
এ ঘটনায় গাড়িতে অবস্থানরত দুইজন যাত্রী দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়ায় কেউ দুর্ঘটনার স্বীকার হয়নি।
আগুন নেভানোর পর গাড়িটিকে রেকার এর মাধ্যমে দ্রুত স্থান থেকে সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয় বলে জানান এই ট্রাফিক পুলিশ।
বাংলাদেশ সময়:১৩ ১১ ঘণ্টা, ৭ মে, ২০২৪
এমএমআই/এমএম