ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

‘লাভ লেটার্স’ নাটকের মঞ্চায়ন উপভোগ করলেন স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, মে ১২, ২০২৪
‘লাভ লেটার্স’ নাটকের মঞ্চায়ন উপভোগ করলেন স্পিকার

ঢাকা: পার্লামেন্ট মেম্বার্স ক্লাব আয়োজিত নাট্যদল থিয়েটার প্রযোজিত ‘লাভ লেটার্স’ নাটকের মঞ্চায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এসময় তিনি নাটকটি উপভোগ করেন।

শনিবার(১১ মে) রাজধানীর শিল্পকলা একাডেমিতে এ নাটকের মঞ্চায়ন হয়।

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, হুইপ সানজিদা খানম, পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বেনজীর আহমেদ, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, বীরেন সিকদার এমপি, আক্তারুজ্জামান এমপি, অপরাজিতা হক এমপি, আরমা দত্ত এমপি প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

'লাভ লেটার্স' নাটকটি বাংলা রূপান্তর করেছেন আব্দুস সেলিম, নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার, নাটকে অভিনয় করেছেন রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার।  
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, শিল্পকলা একাডেমির  মহাপরিচালক লিয়াকত আলী লাকী, স্পিকারের স্বামী ফার্মাসিউটিক্যালস বিশেষজ্ঞ সৈয়দ ইশতিয়াক হোসেন এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৭৩৭ ঘণ্টা, মে ১২, ২০২৪
এসকে/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।