ঢাকা: প্রবাসী নৃত্যশিল্পী দুলাল তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (১৩ মে) তিনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকাবার্তায় ড. আব্দুল মোমেন বলেন, দুলাল তালুকদার একাধারে নৃত্যশিল্পী, শিক্ষক, কোরিওগ্রাফার এবং সংগীতজ্ঞ ছিলেন। বাংলাদেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের বস্টনে মেডফোর্ড শহরে শনিবার নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়েকে রেখে গেছেন।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মে ১৩, ২০২৪
টিআর/আরআইএস