ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শার্শায় শপিং সেন্টারে মিলল ৩ হাতবোমা 

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, মে ১৪, ২০২৪
শার্শায় শপিং সেন্টারে মিলল ৩ হাতবোমা 

বেনাপোল (যশোর): শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের চেয়ারম্যান মার্কেট নামে একটি শপিং সেন্টার থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৪ মে) দুপুরে বোমাগুলো উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পথচারীরা শপিং সেন্টারের ভেতর দিয়ে যাওয়ার সময় একটি পলিথিনে মোড়ানো বোমার মতো বস্তু দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তিনটি হাত বোমা পায়। উদ্ধারের পর হাতবোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা কেন এখানে হাতবোমাগুলো রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনে আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মে ১৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।