ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রীয়ভাবে নয়, প্রধানমন্ত্রীর অর্থায়নে হজে যাচ্ছেন মনজুরুল আহসান খান: ধর্মমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, মে ১৭, ২০২৪
রাষ্ট্রীয়ভাবে নয়, প্রধানমন্ত্রীর অর্থায়নে হজে যাচ্ছেন মনজুরুল আহসান খান: ধর্মমন্ত্রী

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান রাষ্ট্রীয় অর্থায়নে হজে যাওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে রাষ্ট্রীয়ভাবে নয় বরং প্রধানমন্ত্রীর অর্থায়নে হজে যাচ্ছেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল ইসলাম খান।

শুক্রবার(১৭ মে) রাজধানীর হোটেল অরনেটে সার্ক কালচারাল ফোরাম আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ধর্মমন্ত্রী ফরিদুল ইসলাম খান বলেন, রাষ্ট্রীয়ভাবে কাউকে হজে পাঠানোর সুযোগ নেই। মনজুরুল আহসান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে হজে যাওয়ার কথা বলেছিলেন। এরপর প্রধানমন্ত্রীর অর্থায়নে তিনি হজে যাচ্ছেন।

ধর্মমন্ত্রী আরও বলেন, গতবারের চেয়ে এবার একলাখ টাকা হজের খরচ কম। চার্টার্ড বিমানে হাজিদের নিয়ে যায়, আবার খালি বিমান আসে।  

এ কারণে হজে অন্যদেশের তুলনায় খরচ বেশি বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী ফরিদুল।

সার্ক কালচারাল ফোরাম সভাপতি এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ১৭ মে, ২০২৪
এনবি/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।